ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মনে পড়ে তোমাকে

মাহবুবুর রহমান

প্রকাশিত : ১৬:৫৬, ২ সেপ্টেম্বর ২০২১

আমার কথা শুনেছিলে তুমি
কোথাও খুঁজে পাইনি তোমায়
হৃদয়পুরে সাগর পারে
খুঁজেছি তোমায় আমি।

মরুভূমির মতো বালুকাময় মাঠে
গিয়েছি, কোথায় তুমি?
পাহাড়ের উপর গিয়েছি আমি
কোথায় আছ তুমি?

প্রিয়জন আজ হৃদয় মাঝে,
খুঁজেছি তোমায় আমি
দেখা হবে বেহেস্তে, তোমায়
আমি হৃদয়জুড়ে দেখব সেদিন।
হেলেন, দেখা হবে
এক বেহেস্তে থাকব আমি,
জন্ম মৃত্যু সবই তার হাতে।

এসি

 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি