ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ষোলই  ডিসেম্বর

শরিফুল ইসলাম আকন্দ

প্রকাশিত : ১৭:০১, ১৫ ডিসেম্বর ২০২১

ডিসেম্বর তোমাকে শুনলেই মনে হয় জয়! জয়!
ডিসেম্বর তোমাকে শুনলেই থাকে না’ক কোন ভয়। 
ডিসেম্বর তোমাকে শুনলেই মনে বল সঞ্চয়।

ডিসেম্বর তোমাতেই নিয়াজিদের চরম বিপর্যয়।
ডিসেম্বর বাঙ্গালি জানে কিভাবে জয় নিতে হয়।
ডিসেম্বর তোমাতেই বাংলা মার ঘরে মহান বিজয়।

ডিসেম্বরে বাংলাদেশ বিশ্বে নতুন একটা অধ্যায়।
ডিসেম্বরে মিলে চিরকাল টিকে থাকে না অন্যায়।

ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীন আকাশে 
পত পত উড্ডীয়মান লাল সবুজের নিশান।
ডিসেম্বরে শত বছরে শত শত জমে থাকা
শাসন-শোষণ, বঞ্চনা ও বশ্যতার অবসান।

ডিসেম্বরে বিজয় উল্লাসে উচ্চ করি শির
অনিয়মের বিরুদ্ধে আমরা সব বাঙ্গালি বীর।

হে অবিস্মরণীয় দিন ষোলই ডিসেম্বর  
অনন্তকাল ধরণীতল থাকো অবিনশ্বর।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি