তুলনা নাই
প্রকাশিত : ১৮:০৬, ২১ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৮:১০, ২১ জানুয়ারি ২০২২
তোমার কোন তুলনা নেই;
সাগর, সূর্য্য, হিমালয়
আকাশেও এদের মত
ক্ষুদ্র হয়ে চেয়ে রয়।।
মহাশূন্যের এপার-ওপার
তীর রয়েছে যতটি তার
শাস্ত্রগ্রন্থ ঘুচায় আঁধার
পায়না কেবল সংজ্ঞা তোমার।।
কেমন করে আমি তোমায়
ছড়িয়ে রঙ এই কবিতায়
বাঁধব তোমায় কবির ভাষায়
আছে কি তার উপায়?
কোনো বাণীর মর্মকথায়
কোনো কবির উপমায়,
কেউ পারেনি এই দুনিয়ায়
দিতে সফল সংজ্ঞা তোমায়।।
তবু বাজে ভোরের বাঁশী
কাব্য ফুলের কুসুম রাশি
দেয় গো সবে মধুর হাসি
বলে তোমায় ভালবাসি।।
লেখকঃ কবি ও গীতিকার।
কেআই//