চট্টগ্রাম শিল্পকলায় ‘দাহকালের কাব্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব
প্রকাশিত : ১৬:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২
লেখক শামছুল আরেফিন শাকিল রচিত ‘দাহকালের কাব্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে। বলাকা প্রকাশন অমর একুশে বইমেলা-উপলক্ষে গ্রন্থটি প্রকাশ করেছে। বীজন নাট্য গোষ্ঠীর আয়োজনে সাবেক কাউন্সিলর আবিদা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘দাহকালের কাব্য’ গ্রন্থে প্রকাশিত কাব্যের প্রশংসা করেন সাংবাদিক প্রদীপ দেওয়ানজি।
দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্যে দেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো চিফ সারোয়ার সুমন, আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহেদ সারোয়ার শামীম, প্রাবন্ধিক রেবা বড়ুয়া, সীতাকুণ্ড তাহের মঞ্জুর কলেজের অধ্যক্ষ মোকতাদের আজাদ খান, মঞ্চমুকুট নাট্যগোষ্ঠীর সভাপতি রুপেশ কান্তি দে তপু, সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহবায়ক কাজী শামসুল আহসান খোকন, চট্টগ্রাম সোনালী মিডিয়া ফোরামের সভাপতি মোসাদ্দেক আহমেদ, বীজন নাট্যগোষ্ঠীর সহ দল প্রধান রূপায়ন বড়ুয়া, মানবাধিকার কর্মী শাহীন চৌধুরী, সাউথ পাহাড়তলী আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল নীলুফা ইয়াসমিন জয়িতা, লেখক এমদাদুল করিম সৈকত, অভিনেতা বাপ্পি হায়দার ও মোশারফ ভূঁইয়া পলাশ, সন্দ্বীপ রহমতপুর ইউপির চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, সংগীত শিল্পী বনানী শেখর, লেখক শামসুল আজম মুন্না।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, কবি, লেখক ও সংস্কৃতি কর্মীদের উপস্থিতিতে প্রকাশনা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল দারুণ প্রাণবন্ত। অনুষ্ঠানে ‘দাহকালের কাব্যগ্রন্থ’ থেকে আবৃত্তি করেন আশিক আরেফিন, নাছরিন আকতার হীরা, সাবিহা আকতার, নাছরিন আকতার তমা, মামুন খান রাহী, হুমায়রা, এঞ্জেলা; যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
কেআই//