ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কবিতা: অভিবাসীর শপথ

দেবব্রত ঘোষ

প্রকাশিত : ২০:৪২, ১১ আগস্ট ২০২২

যাব বিদেশ চাকরি নিয়ে-আমি দৃঢ় প্রতিজ্ঞ
জেনে বুঝে শিখে পড়ে থাকব নাকো অজ্ঞ।
চাহিত প্রশিক্ষণ নিয়ে হব আমি দক্ষ
নিপুণ কর্মে কূশল, রবে উন্নত বক্ষ।।

কাজ শিখি, ভাষা শিখি,
বাদ না যায় যেন রান্না।
বিদেশে থাকতে হবে একা বেশি,
ওগুলো না জানলে শুধুই পাবে কান্না।।

সঙ্গী রবে বিয়োগ ব্যাথা, রবে দুঃখ কষ্ট
আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে রাখব নিজেরে তুষ্ট।
লাগাম টানি আছে যত আত্মার আবেগ,
কোন উদ্বিগ্নতা-হতাশা যেন না পায় বেগ।

সবারই তো একই চাওয়া বস্ত্র, বাসস্থান, অন্ন
অতি লোভে না হই যেন পাচারের পণ্য।
সরকারের অনুমতি নিয়ে যাব বৈধ পথে,
চুক্তি মত করব কাজ, থাকব নিরাপদে।।

বাড়ায় ঝুঁকি হুন্ডিতে, টাকা করে কালো
ব্যাংক ছাড়া অন্য পথে না পাঠানোই ভালো।
মেহনতে করি আয়, পায় অশেষ জিকির
সবাইকে সব টাকা দিয়ে না হব ফকির।।

দক্ষতা নিজের সম্পদ, দক্ষজন দেশের
স্বচ্ছ সঠিক কর্মে হই একজন বিশ্বের।
নিরাপদ অভিবাসন আনে যে টেকসই উন্নয়ন  
অর্থ এনে গড়ি সমৃদ্ধ দেশ, উন্নত জীবন।।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি