ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিশুদের জন্য ‘গুবা বুকস’ নিয়ে আসছে ৬টি নতুন বই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ৩০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

‘স্টোরিস ইন দ্য পার্ক’ নামের একটি ইভেন্ট করছে বাংলা এবং ইংরেজিতে শিশুদের উচ্চ মানের বই প্রকাশের জন্য পরিচিত গুবা বুকস। এই ইভেন্টে তাদের ৬টি নতুন বই লঞ্চ করার কথা রয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) ‘গুবা বুকস’ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শনিবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এতে বাদ্যযন্ত্রের আসর, বই পড়া এবং শিশুদের মজার মজার কার্যকলাপ থাকবে।

৬টি বইয়ের মধ্যে ৪টি দ্য এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় তাদের ‘গোম আচো সংগ্রহ’ এর অংশ হিসেবে উত্থাপিত হয়েছিল। যা ক্ষতিগ্রস্ত শিশুদের শরণার্থী জীবনকে প্রতিনিধিত্ব করে এবং নিশ্চিত করে।

অন্য দুটি বইয়ে গল্প বলা ও শিল্পকর্মের মাধ্যমে চিত্রায়িত করা হয়েছে বাংলাদেশের- পহেলা বৈশাখ, নৌকাবাইচ ও শাকরাইনের মতো ১২টি উৎসব। এর মধ্যে একটি হচ্ছে- ‘চঞ্চলরা কোথায়?’ এবং অন্যটি ‘সান মুন সিক্রেট’।

গুবা বুকসের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রায়া রহমান বলেন, আমরা এমন বই তৈরি করার চেষ্টা করি, যেগুলো দেখে বাচ্চারা আনন্দিত হয়। যা গর্বিত করে তাদের ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি