ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

কিংশুক চক্রবর্তীর একগুচ্ছ অণুকবিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৭:৩৮, ১ ডিসেম্বর ২০২২

কবি কিংশুক চক্রবর্তী।

কবি কিংশুক চক্রবর্তী।

রাজদণ্ড

কালো মাথা,
পিরহানে সফেদের কার্নিভাল। 

অন্ধ? নাকি 
আকালে হারালে সকাল! 

মোহঘোর

সমাকীর্ণতার বাস্তিল। 
অনিকাম ঝরোকায় লাবণ্য শুধু -

পানোন্মত্ত দিল্!
বিভাবরী আধারেতে নিঃশেষ মধু। 

বসন্ত বিলাপ 

সান্ধ্যজ্বরে ভাঙছো ফাগুন রোদ্দুর;
            আবারও মেঘ!

প্যারাডক্সের বিষাদঘন ধুলোয় 
দখিনমুখী অশ্বারুঢ় আবেগ।

বিবর্ণ 

ব্যর্থ মোহমুদগারে 
আদলচোখের পুরোনো এলব্যামে 
দেখি জমা 
       নাফরমানির ধুলো;

বিবর্ণতা হায়! কিসের ইন্তেজামে? 

আত্মপ্রবঞ্চনা

হাসছো -
        দত্তহারী?
নির্বাসিত মঞ্চমায়ায় 
নিঃস্ব কেমন অহংকারী?

ঝোড়ো সময়

অনুভবীর 
শ্রাবণমসিতে 
আমি নেই -

উড়ছি ঝোড়ো সময়ে! 

দোজখ 

মুর্শিদ হলে রুহ 
ইখতিলাফ থেকে যেত দূরে। 
শান্তির জানাজা;
দোজখ যাচ্ছি খুঁড়ে।

শ্রাবণ আবেগ 

শূন্যতা মাখিস কবি,
আঁকড়ানো মেঘ!
দোয়াতে কৃষ্ণগহ্বর, তুলিতে কলমছবি 
ভাসালি সূর্যকলাপ
- এমন শ্রাবণআবেগ! 

শঙ্কা 

বেলজারে ভ'রে যায় জোনাকি।
দরিয়ায় নেই দেখা সাহিলের;
নেমেসিস্ দিলে বুঝি গোস্তাকির -

                            কাবিলে?
অনন্ত নিশা

অচির প্রভায় ক্ষণজন্মা জাতিস্মর। 

বোধের ঘোরের অকাল গোর!

আঙুলের ফাঁকে ঝরেছে আখর 
আলোক ছোঁয়নি অনূঢ়া ভোর। 

লেখক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি