ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

কলকাতার কলেজ স্ট্রিটে দে’জ শো-রুমে কোয়ান্টাম প্রকাশনার বই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১৭ ডিসেম্বর ২০২২

পশ্চিমবঙ্গের পাঠকরা এখন কলকাতা থেকেই সংগ্রহ করতে পারবেন কোয়ান্টাম প্রকাশনার বই। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বনেদি প্রকাশনা সংস্থা ও ঐতিহ্যবাহী পুস্তক বিক্রেতা প্রতিষ্ঠান দে’জ-এ পাওয়া যাচ্ছে কোয়ান্টাম প্রকাশিত বইগুলো। 

কলকাতার বইপাড়া খ্যাত কলেজ স্ট্রিট-সংলগ্ন শ্যামাচরণ দে স্ট্রিটের দে’জ শো-রুম থেকে (বিদ্যাসাগর টাওয়ার, ১৫ শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭০০০৭৩) সুলভে বইগুলো সংগ্রহ করতে পারবেন পাঠকরা।

প্রাথমিকভাবে এখানে পাওয়া যাচ্ছে শুদ্ধাচার, আত্মনির্মাণ, জীবন বদলের চাবিকাঠি অটোসাজেশন (বাংলা ও ইংরেজি), ভাঙো দুর্দশার চক্র, হাদীস শরীফ বাংলা মর্মবাণী, ইসলাম বিজ্ঞান মেডিটেশন, কর্মব্যস্ত সুখী জীবন ও বিকশিত হোক শত ভাবনা। কোয়ান্টাম প্রকাশনার বাকি বইগুলোও শীঘ্রই এই বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ২ থেকে ১১ ডিসেম্বর ২০২২ কলকাতার কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ বইমেলায় বাংলাদেশের ৭৫টি প্রকাশনার সংস্থার সাথে অংশ নেয় কোয়ান্টাম ফাউন্ডেশন। কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যৌথ আয়োজনে সফলভাবে সদ্যসমাপ্ত এই মেলায় কোয়ান্টাম প্রকাশনার বিভিন্ন বই, কণিকা, সাময়িকী সংগ্রহের ব্যাপারে বিপুল আগ্রহ ও উৎসাহ পরিলক্ষিত হয় স্থানীয় পাঠকদের মধ্যে।

মেলায় কোয়ান্টাম স্টল পরিদর্শনকারী শিক্ষার্থী-পেশাজীবীসহ বিচিত্র শ্রেণি-পেশার নানা বয়সী মানুষ কোয়ান্টামের বইগুলো কলকাতায় নিয়মিতভাবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রথমবার পরিদর্শনের পর অনেকে দ্বিতীয়বার, এমনকি তৃতীয় চতুর্থবারের মতোও আসেন পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে। পাশাপাশি নিজেদের বন্ধু, সহকর্মী ও পরিচিতদের উদ্বুদ্ধ করে পাঠান কোয়ান্টাম স্টলে। মূলত স্থানীয় পাঠকদের এই আগ্রহকে সম্মান জানিয়েই দে’জ কর্তৃপক্ষ কোয়ান্টাম প্রকাশনার জীবনোন্নয়নমূলক বইগুলো কলকাতায় বিপণনের উদ্যোগ নেয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি