ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জল বসন্ত

জেড আর জুলহাজ

প্রকাশিত : ০৯:০৪, ২৯ জানুয়ারি ২০২৩ | আপডেট: ০৯:০৮, ২৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

গতরে মোর খতরাভূতি,
পা চলেনা সোজা।
শরীরে তব হচ্ছেটা কী
হয়নি তখনো বুঝা।
নিদ্রাবিলাস হঠাৎ হুতাস,
বইছে ক্ষুব্ধ ঝড়...
ক্ষাণিক বাদে চেতন হলো
লাগছে দেহে জ্বর।
তীব্র প্রহর কাটল জহর,
ঊষার আলো দিচ্ছে মৃদু ঢেউ।
দেহাভরণ জটিল কেন,
চমকে ভাবি বসল বুঝি মৌ! 
ব্যাধির খবর জানিয়ে দিলাম
ঘরের সকল লোকে।
আতকে গিয়ে জমল সবাই,
বুঝছি তাদের ঢোকে।
গৃহান্তরে ব্যাথার আবেশ,
থাকছে সবাই জাগি।
চুপটি করে বলল কেহ
আমি এখন জলবসন্ত রুগি।
সকল আপন শান্ত স্বরে,
বলল কোমল নরম করে।
চিন্তা ছেড়ে আল্লাহ ডাকুন
তিনিই শ্রেষ্ঠ শেফা;
তিনিই পারেন করতে লাঘব,
সামনে আসা ব্যাথা।
ক্লান্তি গুলোও ভীষণ শ্রান্ত,
মা, ঘরণীর ঘুম-হরন্ত।
এপাশ-ওপাশ করছি শুধু,
আল্লাহ স্মরণ করে।
ভীষণ জ্বালায় আছিতো বেশ
সবর মনের জোরে।।
কষ্ট রাশি যাওই পেলাম
বলব সরব জোশে...
অসুন্দর এই নগ্ন ব্যাধি 
হয়না যেন প্রাণ অবধি,
বাংলা মায়ের দেশে।।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি