ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

বই মেলায় কাজী সায়মা বিনতে ফারুকী শশীর ‘চন্দ্রলেখার টুকরো কথন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ২০:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩

কাজী সায়মা বিনতে ফারুকী শশীর বই 'চন্দ্রলেখার টুকরো কথন'। অমর একুশে বই মেলায় বইটি প্রকাশ করেছে কাজী প্রকাশনী। বইটি পরিবেশনায় আছে কাশবন প্রকাশন, ৫৩নং স্টলে বইটি পাওয়া যাবে। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন লেখক কন্যা ফাইজাহ্। 

লেখকের দুই সন্তানের আঁকা ছবি দিয়ে বইটিকে দুটো পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্ব-কাব্য কথা, যেখানে দেশপ্রেম, দ্রোহ, প্রকৃতি, ভালোবাসার কথা বলা হয়েছে। দ্বিতীয় পর্ব-জীবনগাঁথা, যেখানে জীবনের গল্প বর্ণনা করা হয়েছে। এতে মোট ৫৬টি কবিতা ও ২২টি জীবনগাঁথা নিয়ে বইটি সাজানো হয়েছে। যেখানে প্রতিটি লেখার তারিখ উল্লেখ করা আছে। এতে পাঠক লেখাগুলো পড়তে গিয়ে লেখকের মনের কাছাকাছি পৌঁছাতে পারবে।

লেখক কাজী সায়মা বিনতে ফারুকী শশী নোয়াখালী জেলার লক্ষ্মীপুরের সূর্য সন্তান প্রফেসর কাজী ফারুকী ও শামসুন্নাহার ফারুকীর তৃতীয় সন্তান সায়মা ফারুকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ সম্পন্ন করেছেন। ১৯৯৭ সাল থেকে তিনি ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। 

শিক্ষক পরিবারের সন্তান সায়মা ছোটবেলায় লেখালিখির জগতে হাতেখড়ি ঘটে তাঁর বাবা, বাংলাদেশের বাণিজ্য শিক্ষার কিংবদন্তি প্রফেসর কাজী ফারুকীর হাত ধরে। বাবার উৎসাহে আশির দশকে পত্রিকায় তাঁর লেখা ছড়া ও কাব্য প্রকাশিত হয়েছে। তবে ১৯৯৭ সাল থেকেই ব্যবস্থাপনা বিষয়ের পাঠ্যবইয়ের লেখক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন জার্ণাল, সংকলন ও দৈনিক পত্রিকায় লেখা নিবন্ধ ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

জীবন ও প্রকৃতির বাহারি রঙে মুগ্ধতা ছড়িয়ে পড়েছে তাঁর লেখায়। কবিতায় তাঁর প্রকাশ ঘটে "চন্দ্রলেখা" নামে। প্রিয় লেখা কিছু কবিতা নিয়ে লেখা প্রথম কাব্যগ্রন্থ "চন্দ্রলেখার টুকরো কথন"।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি