ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫

পরমায়ু পাখি হয়ে আসে- প্রার্থনার মতো এক গ্রন্থ

শিমুল মাহমুদ

প্রকাশিত : ১৮:২১, ৩ মার্চ ২০২৩

আশির দশকের অন্যতম গল্পকার ও কথা সাহিত্যিক দেবাশিস ভট্টাচার্যের সর্বশেষ গ্রন্থ ‘পরমায়ুু পাখি হয়ে আসে।’ অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ উপলক্ষে প্রকাশিত আত্মজৈবনিক গ্রন্থটি লেখকের রাজনৈতিক দর্শন এবং যাপিত জীবনে চিন্তার স্বচ্ছতা, সুস্থতা ও নিরাময়ের উপলব্ধি উঠে এসেছে। 

এই বইয়ের এমন এক টান, পড়তে বসলে গল্পের গাঁথুনি টেনে নিয়ে যায় শেষ পর্যন্ত। মনে হতে পারে, পাঠকই যেন প্রতিটি ঘটনার নিবিষ্ট পরিভ্রাজক।     

গ্রন্থটিতে দেবাশিস ভট্টাচার্য তাঁর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মুহূর্তগুলো তুলে এনেছেন নিপুণ বর্ণনায়। ২০১৩ সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার থামিয়ে দিতে সারা দেশে জামায়াত-শিবিরের তত্বাবধানে জ্বালাও-পোড়াও চলছিল। সেই অরাজক সময়ে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে শুরু হওয়া ভয়াবহ তান্ডবের এক রাতে লেখক প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের হাসপাতালে ভর্তি হন। 

তারপর কোলকাতার মুকুন্দপুরে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে অপারেশন ও দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। হাসপাতালের অনিশ্চিত সময়ে একজন মানুষ মৃত্যুর ভয়তাড়িত দুর্যোগে কীভাবে বেঁচে থাকার সাহস সঞ্চয় করে তিনি সেটা তুলে এসেছেন এই গ্রন্থে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কি কি ভাবনা মানুষকে তাড়িত করে সেসব লিখেছেন অনবদ্য বর্ণনায়। মানুষ, প্রেম প্রকৃতি, জীবন-মৃত্যুর গভীর দর্শন তাঁর লেখায় উঠে আসে অবলীলায়। 

হাসপাতালের অনিশ্চিত সময়ে মানুষের মননে যে বেঁচে থাকার আকুতি সৃষ্টি হয় তা উঠে এসেছে আত্মজৈবনিক এই গ্রন্থে। মৃত্যুকে কাছ থেকে দেখে ফিরেছেন লেখক। পাখি যেন ঠোঁটে করে নিয়ে এসেছে তাঁর পরমায়ু। হাসপাতাল থেকে ফেরার সময়ের বিভিন্ন হিরণ্বয় স্মৃতি তাঁকে আলোড়িত করেছে। 

সুস্থতা ঈশ্বরের অনেক বড় আর্শিবাদ মানুষের জন্য। লেখক এই গন্থে সেই বার্তাই যেন দিতে চেয়েছেন। নিজের হাসপাতাল বাসের অভিজ্ঞার নির্যাস থেকে দেবাশিস ভট্টাচার্য যেন মানুষকে একটাই বার্তা দিতে চেয়েছেন- কোন অবস্থাতেই সাহস ও বিশ্বাস হারানো চলবে না। এই অসাধারণ বইটি পড়তে পড়তে মনে হবে এ যেন এক বিশ্বাসীর হৃদয়ভরা আকুতি, প্রার্থনার অনবদ্য ব্যাকরণ। স্রষ্টার কাছে কীভাবে চাইতে হয় তার সহজ পাঠ। 

বিশ্বাসীর প্রার্থনা নাকি স্রষ্টা ফিরিয়ে দেন না। তারই দুর্লভ দৃষ্টান্ত লেখক তুলে ধরেছেন তার অনবদ্য শব্দশৈলী দিয়ে। অপারেশন টেবিলে শোয়ার পর তাঁর কাঁটাছেড়া শরীর নিয়ে তিনি নিজের উপলব্ধির কথা লিখেন এভাবে- ‘আসলে ঘুমের মধ্যে আমি একটি স্বপ্ন দেখছিলাম। আমি আমার পরমেশ্বরকে বলছি, ‘আমি তোমার খুব সাধারণ একজন ভক্ত। সেভাবে আমি ডাকতে পারিনি। আমার দু’টি ছেলে এখনও খুব ছোট। তাদের জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে। এটুকু আশীর্বাদ চাই। এ সময় একটি ঈগলের মতো বড় পাখি পূর্বদিকের পাহাড় থেকে উড়ে এসে মনে হলো মন্দিরের চূড়ায় বসলো। আসার সময় তার ডানার শব্দ এবং অপূর্ব ডাক আমি শুনতে পেয়েছি। সবাই বলে সে শিবের পাখি। খুব কম মানুষ তাকে দেখতে পায়।’

বইটির পরিধি সংক্ষিপ্ত, বার্তা ব্যাপক। উন্নত মানের কাগজে ছাপানো ৪ ফর্মার বোর্ড বাইন্ডিং বইটির মূল্য ২৫০ টাকা। একজন নিবিষ্ট পাঠকের উপলব্ধিতে প্রত্যাশা করি, বইটি ব্যাপক পাঠকপ্রিয় হোক। 

পরমায়ু পাখি হয়ে আসে। লেখক : দেবাশিস ভট্টাচার্য। প্রচ্ছদ : উত্তম সেন। প্রকাশক : চন্দ্রবিন্দু, রহমান ভবন (৫ম তলা), ৫৯, জামালখান রোড, চট্টগ্রাম। ফোন.০১৭১৬ ৮০৪৮৩৯। মূল্য। ২৫০ টাকা।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি