ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

চাঁদের মালিক কে?

মানিক শিকদার

প্রকাশিত : ১৬:১৫, ৩০ আগস্ট ২০২৩ | আপডেট: ১৬:১৬, ৩০ আগস্ট ২০২৩

হিহুদি খ্রিস্টান মুসলিম হিন্দু

সত্য কি বুঝে, কেউ এক বিন্দু?

চাঁদে যাবি? রিয়েক্ট হা হা হা!

সাহস কত! দূরে গিয়ে মর যা।

উদ্যোগে ধর্ম যায়! কত গন্ডগোল,

সাফল্যে তারাই আবার পাল্টায় ভোল!

সূত্র সব ছিল পুরোহিতের মন্ত্রে

নইলে কি কাজ হতো মানুষের যন্ত্রে?

আরেক দল বলে উঠে উচ্চ কণ্ঠে

এসব তো বলা ছিল পবিত্র গ্রন্থে।

চাঁদ নাকি দেবতার!

ফেসবুকে যুদ্ধ

অন্য ধর্মশালার গুরুরাও ক্ষুব্ধ।

চন্দ্রদেব আঁকা দেখো

আমাদের বর্মে

পুরো চাঁদ আমাদের বলা আছে ধর্মে।

পাল্টা যুক্তি আছে , আছে কত নিশানা

মসজিদের চূড়ায় কি? তা কি আছে জানা?

এরই মাঝে পাগলরা ডুবে আছে কাজে

ভাবনা নেই তারা আছে কোন সাজে!

অক্সিজেন কত? আছে নাকি জল!

অক্লান্ত গবেষণা! কবে পাবে ফল?

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি