ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৈয়দা রাশিদা বারীর দু’টি কবিতা

সৈয়দা রাশিদা বারী

প্রকাশিত : ১৩:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার সে প্রান

নিশ্চয়ই করছো ছটপট 
কারণ যাচ্ছে তো রাত কেটে তোমার বুকে না ঘুমালে 
রাত কি আমার কাটে?

কিন্তু সোনা আজ যে আমার 
শুইতে ঘুমুতে মানা
লিখব বসে লালনকে নিয়ে
...তম তিরোধান সুখে।

তোমার কোলে তোমার বুকে 
ঘুম পরিরায় থাক।
মনটা আমার আজকে না হয় ছেউরিয়াতেই যাক।

বুঝছো সোনা চাঁদের কোনা প্রাণের প্রাণ জান।
দুজনে এবার লালন মাজারে শুনতে যাবো গান।

আহা রেগেই গেলে বুঝি?
 রাগলে কি আর হয়?
প্রিয়ার জন্য প্রেমিক জনের
হতেই যে হয় ক্ষয়।

যাক না চলে এ রাত
লিখব বসে সাইজীর কথা
কুষ্টিয়ার সে প্রাণ
বাংলাদেশের জান।।


দূর্গা মা গো 

দুর্গা মা গো দুর্গা মা
ধরি তোর দুটি পা
ঐ হাসিতে সুধা মেলে
যাসনে আমায় ফেলে
তুই যাসনে আমায় রেখে।।

জগতের পরে কত পাপ নিয়ে
তবু বেঁচে থাকি ভরে এ হিয়ে
শুধু তোর এদিনের তরে
তোর আসার অপেক্ষাতে
ওমা রাখ-না আমায় দেখে।।

মা তুই অসুর বিনাশী শক্তি
মা তুই দুর্গতিনাশিনী মুক্তি
দশ প্রহরিণী মা অধরা শক্তি
শত মহিমায় দিয়ে যাস মুক্তি
যা নিই সবি তোর থেকে।।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি