অসম্পূর্ণ
প্রকাশিত : ২২:০৯, ১৯ ডিসেম্বর ২০২৩
অসম্পূর্ণ
তানভীর সুমন
প্রগাঢ় কালো অন্ধকার রাতে ঘুম ভেঙ্গে গেলে চারিদিকে কেবল তুমি আর নিস্তব্ধ একাকীত্ব,
যেন তোমারই শূন্যতা
কেবল তোমাকেই চায় এই অতৃপ্ত হৃদয়।
যেভাবে শত বছরের বন্দী পাখি মুক্ত হতে চায়
পরাধীন মানুষ স্বাধীনতা চায়
যেভাবে কমিউনিজম সারা পৃথিবীর মানুষকে সমতার ভিত্তিতে এক শ্রেণীতে আনতে চায়।
কেবল অন্ধকারেই তোমার অস্তিত্ব
সকালে মিলে যাও প্রভাতের আলোয়।
তুমি কি কেবলই কল্পনা,
না তার থেকেও অধিক কিছু?
মাঝে মাঝেই তোমাকে পাওয়ার তীব্র বাসনা
আমাকে আরও কঠোর করে তোলে।
ইচ্ছে করে স্বৈরতন্ত্রের হুইসেল বাজিয়ে তোমাকে দখল করি,
এক পা এগিয়ে গেলে আনমনে দুই পা পিছিয়ে যাই ।
তুমি তো কেবল দূর থেকেই আমার অন্তরঙ্গ, প্রিয়সী প্রিয়তমা,
তোমাকে নিবিড় করে পাওয়া ,
পেতে চাওয়া সেটা তো অন্যায় ।
মাঝে মাঝে তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা
আমাকে সকল শৃঙ্খলা থেকে মুক্তি দিতে চায়,
ভীষণ সাহস ও প্রবল শক্তি নিয়ে বিপ্লবী কন্ঠে বলতে চাই এই অতৃপ্ত হৃদয়, এই অপূর্ণ হৃদয়, তৃপ্ত হতে চায় , পূর্ণ হতে চায়,
আমার বেঁচে থাকার অধিকার চাই।