ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্মদিনে রেজাউদ্দিন স্টালিনের তিনটি কবিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ২১:৫১, ২৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কবি মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের আজ (২২ নভেম্বর) ৫৫তম জন্মদিনউপলক্ষে ম্যাজিক লণ্ঠন, বাংলাদেশ সাহিত্য পরিষদ পারফর্মিং আর্ট সেন্টার রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্র পরিবাগে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেরেজাউদ্দিন স্টালিনের কাব্যগ্রন্থের সংখ্যা ৪১টিকবিতার অ্যালবাম পাঁচটিতার কবিতা বিশ্বের বেশ ক’টি গুরুত্বপূর্ণ ভাষায় অনূদিত হয়েছেতিনি বাংলা একাডেমি পুরস্কার, মধুসূদন পুরস্কার, দার্জিলিং নাট্যচক্র পুরস্কার, সিটি আনন্দ আলো পুরস্কারসহ বহু সম্মাননা পুরস্কার পেয়েছেন

এক. বিচ্ছেদের বর্ণমালা

আমাদের দেখা আর কখনো হবে না কোনোদিন

এমনকি কণ্ঠস্বর টেলিফোনে হবে না মুদ্রিত

স্মৃতির পাখিরা এসে বলে যাবে সুরঞ্জনা শোনো :

কাল সারারাত জেগে বিচ্ছেদের বেদনা লিখেছি

ফিরিয়ে নিয়েছি মুখ পরস্পর ক্ষোভে ও ঘৃণায়,

কে জানতো মুহূর্তের মরীচিকা কেড়ে নেবে আলো

বুকের ভেতর থেকে জেগে ওঠা একখণ্ড ভূমি

দখল করবে এসে নগরের নিকৃষ্ট মাতাল

পৃথিবীর দীর্ঘতম সেতুর উপরে উভয়ের

দেখা হবে, কথা ছিলো নক্ষত্রের বিশাল টাওয়ারে

শিশিরের শিহরণে, স্বপ্নগর্ভ আকাশের নিচে

জোছনার টার্মিনালে অন্তহীন অপেক্ষা করবো

 

মাইক্রোওয়েভ থেকে আমাদের ধ্বনিপুঞ্জগুলি

শুনবে পৃথিবীবাসী, আমরা থাকবো বহুদূরে

আরণ্যক স্তব্ধতায়, ফরেস্ট বাঙলোর কোনো রুমে

কথা ছিলো বাঙলোর সংলগ্ন সড়কে যদি হর্ন

দেয় মার্সিডিজ বেঞ্জ, আমরা ছুটবো ভিন্নগ্রহে

আমাদের সব ইচ্ছা স্বপ্নসাধ মুহূর্তের ভুলে

ভেঙে গেছে, যার ফলে মর্মন্তুদ বিচ্ছেদের নদী

সৃষ্টি হলো আজ দেখো জীবনের প্রতিপার্শ্বব্যেপে

এখন কী করে বলো সহ্য করি এতোটা নির্মম

 

আমাদের দেখা আর কখনো হবে না কোনোদিন

এমনকি কবিতারা টেলিফোনে হবে না মুদ্রিত

নীরব নায়িকা এসে বলে যাবে, শোনাও তো দেখি

নিদ্রাহীন লাল চোখে লিখেছো যে, কষ্টের কবিতা

 

দুই. সহমরণ

সহমরণের তৃষ্ণা ও রাত্রি অপরিসীম

সমুদ্রের চিতায় স্বেচ্ছায় উঠেছে আকাশ

ঢেউঅগ্নি ঝলসে দিচ্ছে তার দেহ

আগুন আর অনন্তের এমন অলৌকিক ভূবিজ্ঞানে নেই

কলম্বাসের পরে এই দৃশ্য আর কেউ

দেখেছিলো কি না সেই কথা রহস্যজনিত

ও হাওয়া সৈকতের স্নিগ্ধ চোখে ঘুম

কে তাকে তুলবে সাম্পানে মৎস্যযাত্রায়

লবণের লোভ থেকে মুক্ত হওয়া ভার

ঝিনুক-নুড়ির গান অনেক প্রাচীন

সেই কবে বিগল জাহাজে ডারউইন এসেছিলো

পূর্বপুরুষ অন্ত্যজ শামুকের খোঁজে

আর কেউ এসেছিল নাকি

ভাস্কোদাগামার সাথে রক্ত পুঁজ সিফিলিস

আরো কতো মারি এসে জোয়ার জরিপ করে গেছে

 

ও চাঁদ রাত্রির একান্ত প্রজাতি

সাগরকন্যার পাণিপ্রার্থী হও

না হলে শুনতে হবে ভ্যাম্পায়ার ভাটার ভর্ৎসনা

নীল ও অলড্রিন ভেঙে দেবে তোমার পৌরুষ

আকাশের সাথে উঠে এসো সমুদ্রচিতায়

আত্মদানের এ সুযোগ অভূতপূর্ব

এর চেয়ে চিরন্তন মৃত্যু আর হতেই পারে না

 

তিন. জানাতেই হবে প্রার্থনা

মঙ্গলের প্রভু এ জীবন মুক্ত করো মরীচিকা থেকে

সুন্দরের আরাধনা ক্লান্তি থেকে ত্রাণ করো

মানব রচিত বিধানের ব্যত্যয় ঘটিয়ে

হৃদয়কে বিচ্ছিন্ন করো জাগতিক থেকে

স্বনির্বাচিত করো সংমুদ্ধ সময়ে

//ডিডি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি