ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দূরত্বটা ঈশ্বর সমান অসীম

প্রকাশিত : ১৩:১৬, ২৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:১৮, ২৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

যেতে যেতে আর কত দূর
মিরপুর সাড়ে এগারো থেকে
কারওয়ান বাজার মোড়?
কিলোমিটার যতোই থাকুক,
উত্তর কঠিন হতে পারে এক্ষুনি।

দূরত্ব হতে পরে ঈশ্বর সমান অসীম
দুয়ারে যে প্রস্তুত গাড়ি।

বিকল্প-তে একটা যাত্রী কমতে পারে।
০১৯১-য়ের একটা নম্বর বাকপ্রতিবন্দি
মোবাইলটা শীতনিদ্রায় যেতে পারে
১৫ টাকা ব্যালেন্স নিয়ে
একটা একাউন্ট বছরখানেক টিকতে পারে।

আর কিবা হতে পারে?

ফেসবুকের একটা আইডি অনন্তকাল
লাইক-কমেন্ট শূণ্যতায় ভূগতে পারে।

মোনাজাত শেষে বলতে পারো:
আহা-রে চলেই গেল।
তারপরেতেই ভুলতে পারো।

কেবল
একটা শালিক রোজ দুপুরে খুঁজেই যাবে।
খুঁজতে-খুঁজতে মরে যাবে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি