ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

অমর কাব্য

প্রকাশিত : ১১:২৫, ৭ মার্চ ২০১৮

যখন এক ঝাঁক বুলেট ঝাঁঝরা করেছিল-

তোমার ছেলের বুক,

ত্রাসে, ঘন-রাগে, দাসত্বের ভারে,

জনতা হয়েছিল মূক।

তখন তোমার বজ্রকণ্ঠ

বজ্রনাদে ওঠে কাঁপি,

তুরী মেরে সব ত্রাস-দাসত্ব

সংগ্রামে পড়েছো ঝাঁপি।

রেসকোর্স ময়দানে-

তোমার `কাব্য` শুনিয়া জনতা,

ছুটেছে মুক্তির পানে।

জাতির কানে বেজে চলে

সেই অমর ‘কাব্য-সুর’,

তারি প্রেরণা পেয়ে বাঙালি,

ধ্বংস করেছে ‘অসুর’।

তোমার অমিয় বাণী-

ঘন তিমিরের অচল ভেদিয়া,

প্রভাত দিল আনি।

লেখক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি