চোরাবালি
প্রকাশিত : ১১:৪২, ৭ জুন ২০১৮
কেউ কেউ রাত জাগে
নিশাচর।
করো রাত ঘুমহীন
প্রমের টানে।
কেউ কেউ রাত জাগে
ভালবাসার গানে।।
কেউ কেউ রাত জাগে
করীর ক্ষুধায়, শিকারীর খোঁজে।
আর কেউ কেউ রাত জাগে
শরীরের আহবানে।।
তুমি-আমি,আমি-তুমি খেলা
এই অসাধারণ ঝঙ্কার তোলা
সুরে-সুরে সৃষ্টি-সৃষ্টির গান
রাতের আঁধার শেষে স্বার্থের টান।।
ভালবাসি-ভালবাসি সুর
লজ্জায় ঢাকে মুখ, শুধুই
শরীরের আহবানে!
যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ও সাংস্কৃতকি সংগঠক