ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

রূপান্তরের গল্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ২০ জুন ২০১৮

আমাদের বসবাস ওইখানে,

ওইখানে শুয়ে থাকি মহাকাল মহারণে।

এখানে আনন্দ-কোলাহল পরিপূর্ণ

এখানে নবতর প্রত্যাশা আন্দোলিত

এখানে হৃদয় প্রসারিত হয় বেলুনের মতো।

       আত্মা মুক্ত, বাঁধাহীন থাকে অহরহ

       হাফ ছেড়ে বাঁচা যায় নিশ্চিন্তে

       হৃদয় উজার হয় নব আকাক্সক্ষায়

       নির্বোধ লজ্জা পালিয়ে যায়

       নিজ অন্তর প্রকাশিত হয় উদারচিত্তে

       প্রত্যাবর্তন করি আনন্দঘন দিনে।

এখানে রোগযুক্ত সবাই, রোগের কবলে পড়ে

       আকস্মিক কান সজাগ হয়ে উঠল,

       নেমে এল মৃত্যুর মতো স্তদ্ধতা।

এখানে সুমিষ্ট ধূপকাঠির গন্ধ ছড়ানো

এখানে দেবদারু নির্যাস পোড়ানো গন্ধ চারিদিকে।

       মানুষ কী যেন ভাবে,

       এক অব্যক্ত ভাষায় বিড়বিড় করে

       পৃথিবীতে মানুষের বেদনা অনেক।

এখানে ধূসর রঙে লুকিয়ে থাকে বিশ্বাস গোপনে

       গোপন রহস্যে ঈশ্বর থাকে

       ঈশ্বরের ক্ষমতা অমর

       ঈশ্বরের ক্ষমতা অশেষ।

আমরা চলি বক্র ও সরল পথে

       আত্মতৃপ্তি !

       ঘৃনিত আত্মতৃপ্তি !!

ওইখানে আত্মার উত্তরণ অনিবার্য

ওইখানে আত্মার নিকৃষ্টতম অশুচি

পথপ্রদর্শক আলোকশিখা জ্বলে ওইখানে

এখানে মানুষের বসবাস স্বর্গসুখে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি