ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তুমি বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আমায় একটি রাত দাও,

তোমাকে দেখার জন্য।

 

তোমার বিশ্বাস কাল হয়েছে,

সোনার বাংলার মাটির বুকে।

 

তোমার কি ইচ্ছে করে না ফিরে আসতে!

আমার কিন্তু ইচ্ছে করে,

১৯৭১ এর  সময় আমার জন্ম হলো না কেন?

 

আমাকে বলতে পারো,

তোমার না বলার কথা।

 

আমি রাতের আলোতে,

তোমার আওয়াজ শুনি।

 

তোমার শক্তি,

আমার বিশ্বাসের পথ চলার আলো।

 

বাংলাদেশর জনক তুমি,

বাংলা ভাষার প্রাণ তুমি।

 

নজরুলের কবিতার বল তুমি।

আমি তরুণ তোমার পথ চেয়ে,

নতুন গল্প লেখি !

তোমায় না দেখার কষ্ট নিয়ে।

 

কৃষকের হাসির  আওয়াজ,

বার বার বলে দেয়!

তুমি বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ।

 

আমি রক্তের বিছানা বানাবো!  

তোমার নাম যেন,

ঘুমের আঁধারে হারিয়ে না যায়।

 

আমার মৃত্যু বলে দিবে!

তোমার সোনার বাংলাদেশ।

 

তোমার হাসির জন্য,

আজও কান্না করে।

বাঙ্গালির হৃদয়ের ছবি!

 

আমি বঙ্গবন্ধুকে নিয়ে বলবো!

যে গল্প শেষ হবার নয়।

 

আমি বঙ্গবন্ধুর জন্য বেঁচে আছি ।

সোনার বাংলার আকাশ,

বঙ্গবন্ধুর নাম লেখে।

অন্ধকারের আঁধারের মাঝে!

 

রাত আমি ভয় পাই!

১৫ আগস্টের নীরবতা দেখে।

 

বাংলাদেশ আমায় ক্ষমা করো!

রাত আমি ভুল করেছি।

 

তোমাদের জাতির জনককে,

আলো দিয়ে।

ঘাতকদের হাত থেকে,

রক্ষা করতে পারি নাই।

 

আমি দিনের আলো বলছি ,

আমায় ক্ষমা করো বাংলাদেশ।

 

আমি তোমাদের নেতার দেহকে !

দিনের আলোতে,

সবাইকে দেখাতে পারি নাই ।

 

ওরা ঘাতক ! 

ওরা মানুষ নামক জানোয়ার।

 

ভয় নয় আর ঘাতকদের দেখে !

এবার সময় এসেছে।

ঘাতকের মৃত্যুর বিছানা,

তৈরি করার জন্য।

লেখক: পোর্ট  সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি