আছে শুধু ভালোবাসা
প্রকাশিত : ২২:৩৩, ৭ নভেম্বর ২০১৮
যে কবিতা চরণ শুনিয়াছে তুমি
সদায় পিতার মুখে
স্মৃতির মিনারে চরণ দুটি
ধরে আছ আজও বুকে।
লোকে বলে পিতার প্রতিচ্ছবি
দেখি কন্যার মাঝে
মানুষের তরে একই ভালোবাসা
হৃদয়ে তোমার বাজে।
এত কিছু দিলে তবুও তোমার
তৃপ্ত হয়নি মন
স্মরণ করিলে কৈশরে শোনা
পিতারই উচ্চারণ ।
মানব সেবাই সাধনার ধন
জীবনে যাহার ব্রত
মানুষের তরে উৎসর্গ জীবন
বয়ে চলা অবিরত।
মানুষের তরে সব দিতে পার
দেশের মানুষ জানে
হে মাতা তব দীর্ঘ জীবন হউক
মানুষের ই কল্যাণে।। ।
..............................
‘‘নিঃস্ব আমি রিক্ত আমি
দেবার কিছু নাই
আছে শুধু ভালোবাসা
দিয়ে গেলাম তাই’’ ।।
এসি