ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ভাষার ছড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ২১ ডিসেম্বর ২০১৮

রহমত কাবুলি বলেছিল যে বুলি,

ফরাসী সিনফ্রে ও বৃট্রিশ বেনিয়ারা

রাতারাতি শিখে নিয়ে করেছিল যেই রা,

আমাদের সেই ভাষা যার নাম ভালবাসা,

মাসি পিসি চুম দেয় দুই চোখে ঘুম দেয়

থেমে গেলে কলরব প্রানে মরে পাখিসব।

ভাষার বেসাতি নয় ভাষা যেন সাথী হয়

জীবন ও জীবিকার দেশে দেশে মানুষের

মানবিক অধিকার

টায় টায় আদায়ের ভাষা হোক হাতিয়ার

 

পরিচিতি- কবি বেলাল মোহাম্মদ – স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শব্দ সৈনিক।

এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি