ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

সাব্বাস রাজা

প্রকাশিত : ১১:০৭, ৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:০৫, ৪ ফেব্রুয়ারি ২০১৯

 

আমার বেলায় যেমন তেমন,
তোমার বেলায় রাধ-রমন।
তাহার বেলায় চন্ডি বাউল,
যেমন খুশি, আউল-ফাউল।
একতারা ভুলে গিটার বাজায়,
বাউল বসে; রাজা গান গায়।
তাতা-থৈথৈ, তাতা-থৈথৈ, তালে বেতাল,
তাল হারিয়ে বেজায় মাতাল।
রজকিনীর তালে বোলে,
গিটারে ঝঙ্কার, একতারা ফেলে।
ডিম-টমেটো-স্যন্ডেল যত,
উড়ে আসে শত শত।
গান ছাড়িয়া, প্রাণটি লইয়া,
দ্বিগ-বিদ্বিগ, চৌদিকে ধাইয়া,
দৌড়ে পালায় গাইন,
আহা!! কি ফাইন!!, কি ফাইন!!
জুতা খুলে, প্যান্ট ঢিলে,
কাদা মাটি বুকে ঠেলে,
ছুটছে দেখো কেমন রাজা,
এক্সকিউজ মি! একটু হবে কি গাঁজা,
হৈ হৈ বোলে, হুল্লোড় করে,
দুষ্টুরা সব তাড়া করে।
আহা কি যে ক্যাচাল,
ধরতে পারলে, তুলে নেবে ছাল।
দুষ্টুতো নয়, পিছে যেনো আস্ত মাইন,
রাজা দৌড়ায়, কি ফাইন!! কি ফাইন!!
বেল গাছ ছাড়িয়া, তাল পুকুরের তাল গাছে চড়িয়া,
মদ্য খায় রাজা,মধ্যমা দেখাইয়া,
সবাই দ্যাখো, দ্যাখো সবাই , ধরিয়া লাইন,
সাব্বাস রাজা! কি ফাইন! কি ফাইন!


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি