ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইফতেখার শুভ’র রম্য ও গোয়েন্দা উপন্যাস মি: সল্যুশন ম্যান  

প্রকাশিত : ০০:০৯, ১১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

যে কোনো সমস্যার সমাধান করা সোলায়মানের (মি: সল্যুশন ম্যান) কাজ। কিন্তু মজার বিষয় হলো সব সমস্যারই সমাধান ঘটতে থাকে সোলাইমানের হস্তক্ষেপ ছাড়াই বলা যায় কাকতালিয়ভাবে। কিন্তু অগত্য কারণে সুনামটা তারই হয়ে যায়।   

বিষয়টা ঝড়ে তাল পড়ে, ফকিরের কেরামতি বাড়ে প্রবাদের মতো। একের পর এক গোয়েন্দা অভিযানের সমাধান করে চলছেন সোলাইমান। শেষে নিজের জীবনে একটা জটিল সমীকরনের সামনে দাঁড়ায় সে। সমাধান করতে পারবে কী মি: সল্যুশন ম্যান ও তার সল্যুশন বিডি ডট কম টিম?  

ইফতেখার শুভ’র এটি দ্বিতীয় প্রকাশিত বই। প্রথম প্রকাশিত প্রবন্ধ” স্রষ্টার অস্তিত্ব” প্রকাশিত হয় ২০০৬ সালের একুশে বই মেলায়। বর্তমানে তিনি জড়িত আছেন নাটক রচনা ও নির্মাণের সঙ্গে। ব্যাচেলর ডট কম ধারাবাহিক, অলৌকিক বিবাহ যাত্রা, ক্রিকেট ফ্যান্স ক্ল্যাব সহ বেশ কিছু নাটকের নাট্যকার ও নির্মাতা তিনি। মি :সল্যুশন ম্যান উপন্যাস টি অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। অমর একুশে গ্রন্থমেলাতে অন্য প্রকাশের ২০ নাম্বার প্যাভিলিয়নে উপন্যাস টি পাওয়া যাবে।  

এসি

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি