ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোয়েল

শাহিদ খান ফরহাদ

প্রকাশিত : ১৪:৫০, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দুটি বৃক্ষ মেহেদী আর তুলসী
তারা উর্বর পলীর উপাদানে
বেড়ে উঠেছে।
তাদের সবুজ কমল বাতাসে
দোল খেয়ে খেয়ে মৃদু হাসছে
এ যেন প্রকৃতির অবর্ণনীয়
সৌন্দর্য।

ধীরে ধীরে তারা বেড়ে উঠছে,
তুলসী ওপরে তাকিয়ে বলে
তোমার গুণ আছে রঙ আছে
যাতে প্রকৃতি রাঙাও ওষধি তুমি।
মেহেদী বলে, ওহে তুলসী
তোমার কম কি আছে হেথায়?
এক কম শত আরোগ্যের নিকেতন তুমি
শুধু জানা নেই উন একের ধমনী শিরার গুণ।
কোন সে গুণ?

ধীরে ধীরে তারা বেড়ে উঠছে,
পাক-পাকালির মোনোরম সাঁজ।
কিন্তু হঠাৎ!
অশুভ বেসুর ভেসে আসে
ডালে বসে থাকা দোয়ের কানে
উড়ন্ত ‘হাকাওয়াই’র নিক্ষিপ্ত বীজে
উর্বর পলীতে বাহারি সাঁজে গজায়
এক শ্রেণীর বিষাক্ত আগাছার।
এসব ‘ক্যালাডিয়ম’দের বেড়ে উঠায়
ভালো নেই মেহেদী, তুলসী এমনকি
‘দোয়েল’ টিও।

আকাশচুম্বি ঋষি বৃক্ষ মৃদু স্বরে বলে
ওহে তুলসী, মেহেদীরা দুশ্চিন্তা হচ্ছে?
আমি বট, থেকো মোড় আদলে
সময়ের কালে মোড় দাঁড়ি দিয়ে
টিপে দেবো ক্যালাডিয়াম’র গলে
ছিঁড়ে দেবো ওই শিকড় তার মাতৃ-
রোষানলে।
তোমরা শুধু দোয়েলটিকে বসতে দিও
তোমাদের ডালে, সে মনের সুখে নাচবে,
গাইবে, গোধূলির সবুজ প্রান্তে।
কেন না!
এক উর্বর পলীর স্বাদ নিচ্ছি ,আমারা, সকলে।

লেখক: মাস্টার্সের শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট-৩১০০।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি