কল্পনার স্রোতে ভাসি
প্রকাশিত : ১২:২১, ৮ সেপ্টেম্বর ২০১৯
একদিন আমিও হবো-
উড়ে উড়ে যাবো
ভিড়াবো নাও নদীর ঘাটে
দেখবো উপরে উঠানো শাড়ির নিচে
আলতা পায়ে নূপুরের শোভা
অপরূপা তুমি, তুমি মনোলোভা।
তুমিও একদিন হবে-
উড়ে উড়ে যাবে
তুমি শরতের কাঁশফুল নদীর কিনারে
আলতা ছোঁয়ার লাগি ছুটে যাই পিছু পিছু
তুমি উড়ে চলো শূন্যে-মহাশূন্যে
আমার পদস্খলন এই পৃথিবীতে।
একদিন আমিও হবো-
মেলে দিবো ডানা চারিদিকে
উড়ে এসে তুমি বসবে মনের ডালে
তুমি প্রজাপতি
নানান রঙে রঞ্জিত, ডানায় বসো
ক্ষণিকপরে উড়ে যাও কোন খানে ?
আমিও পিছু পিছু ছুটি
শূন্যপরাণ-হাহাকার করে
নেই জ্যোৎস্না, আছে শুধু স্বপ্নের ডানা
আমরাও বিকশিত হবো একদিন
আমরাও হবো প্রেমের দেবী-দেবতা
প্রতিদিন বসবে পূজার অর্ঘ্য
উড়ে উড়ে আসবে প্রেমিক-প্রেমিকা
ভরে যাবে ফুলে ফুলে পূজার অর্ঘ্য
আমাদের ভালবাসা নি:সন্দিগ্ধ অহংকার
একদিন আমরাও হবো কালজয়ী গল্প
একদিন সবাই খুঁজে পাবে আমাদের
একদিন সবাই খুঁজে নেবে আমাদের
একদিন সবাই নি:শ্বাসে পাবে
আমাদের ভালবাসার সোঁদাগন্ধ,
আমাদের ভালবাসা ছিল চালচুলাহীন
চিরকাল আমাদের ভালবাসা ছিল অন্ধ।