ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অজানা খবর জানবে তুমি

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ২০:৫২, ২২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:১৮, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

খবর পাবে দেরীতে অথবা পরে
অনেক খবরের ভীড়ে খবরটার মৃত্যু হবে
মৃত মানুষের খবর কে রাখে?
বেড়ে ওঠা মানেই মৃত্যুকে আলিঙ্গন করা
আচমকা মৃত্যুর খবর

বাতাসের মতো হারিয়ে যায় নিসীমে
কত মানুষের মৃত্যু হয়েছে
অনেকেই বেঁচে নাই, ওপারে গেছে
মৃত্যুর সত্যতা অনেক গভীর
মৃত্যু মানেই মায়াবী পৃথিবী

মিথ্যা বিশ্বাস-হৃদয়কে দেয় মায়াবী আশ্বাস।
একদিন খবর পাবে দেরীতে অথবা পরে
নির্ঘাত মৃত্যু

মৃত মানুষ তোমাকে দেবে না কিছুই
তবুও বিষন্ন বদনে চেয়ে থাকি
তবুও আশান্বিত হই তোমার পদচারণায়
কবরের পাশে তোমার দীর্ঘশ্বাস
কবরের উপর তোমার দু’ফোটা অশ্রু
আমাকে নিয়ে যায় অতীতে

অতীত পূতপবিত্র সুগন্ধ
অতীত মনোহর নিস্তব্ধতা
অতীত ভোরের স্বপ্নের আলো।

তুমি দেরীতে অথবা পরে জানবে- আমি একজন মৃত মানুষ
তুমি দেরীতে অথবা পরে জানবে আমার মৃত্যুর খবর।
মনে রেখ মৃত্যু অনিবার্য

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি