ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

‘বঙ্গবন্ধু স্মারকগ্রন্থ’ প্রকাশ হবে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ১১ অক্টোবর ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভারত থেকে প্রকাশিত ‘বঙ্গবন্ধু স্মারকগ্রন্থ’ প্রকাশ করা হবে আজ শুক্রবার। সকাল ১১টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক এ স্মারকগ্রন্থ প্রকাশের অনুষ্ঠান উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারত যে প্রকাশনাটি করেছে, তার প্রতি সংহতি জানিয়ে স্মারকগ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান ঢাকায় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে সম্পাদক দেবব্রত রায় বলেন, ‘স্মারকগ্রন্থটিতে বঙ্গবন্ধুকে নিয়ে প্রায় ২০০টি লেখা প্রকাশ পেয়েছে। এ গ্রন্থে যুক্তরাষ্ট্র, সুইডেন, ভারত, বাংলাদেশসহ সাতটি দেশের বরেণ্য লেখকরা লিখেছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি