ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালোবাসি তাকে

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ১৫:৩৯, ১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বালিকা ছিল চঞ্চলা, পুরো মুল্লুক

ভ্রমণ শেষে প্রায়শ বলতঃ

ফিরে এলাম হৃদয়ের কাছে গভীর টানে

কিছুই বুঝিনি সেদিন

এতদিন পরে বুঝি ওই কথার অর্থ

এতদিন পরে বুঝি আমি নির্ঘাত ব্যর্থ

এতদিন পরে বুঝি বালিকার স্পন্দন

আমি অধম, বালিকা উত্তম।

কত পথ চলেছি, কত পথ হেঁটেছি

এখনও পথিমধ্যে বালিকা হাসে

এখনও বালিকা জীবনযুদ্ধে কাঁদে

এখনও বালিকা কাঁদায় আমাকে

কখনও বালিকা আমার দীর্ঘশ্বাস

কখনও বালিকা আমার আশ্বাস

কখনও বালিকা আমার বিশ্বাস

কখনও বালিকা আমার জলোচ্ছ্বাস

বালিকা যাদুকর-বালিকা মধুকর।

মেলাদিন পরে তাকে দেখতে ইচ্ছে করে

মেলাদিন পরে আমারও ইচ্ছে করে

মেলাদিন পরে হৃদয়ের কম্পন

মেলাদিন পরে তাকে নিয়ে ভাবি

বালিকা এখন বর্ধিত নারী।

বালিকার কোলে আর এক বালিকার দৌড়ঝাপ ।

বালিকার আশপাশে তার বালিকার হৈ-হুল্লুড়

বালিকা এখন মা

বালিকা ব্যস্ত বালিকার তরে, অতি নিমগ্ন নিজ সংসারে

অনেকদিন পরে কেন তার কথা ভাবি

ভালবাসা কারে কয়, ভালবাসা যাতনাময়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি