ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাই খাঁটি মানুষ

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ১১:৩০, ৯ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নেই অহংকার, নেই পাদুকা

হেঁটে চলে মস্ত শহর

শহরজুড়ে মানুষ থাকে

মাথা নেই, দেহ আছে

দেহ-দেহ যুদ্ধ চলে এই শহরে

আজব শহর !

এই শহরে আকাম-কুকাম বারো মাসে

শহরজুড়ে রক্তপাত

শহরজুড়ে বীর্যপাত

কুকর্ম নিপাত যাক।

অতঃপর দেহের খেলা নুইয়ে পড়ে

মাথাগুলো হাসতে থাকে

মাথাই হলো দেহের ঘড়ি

দেহ এবার মাথা খুঁজে

এবার এলো মানুষ এই শহরে

শহরজুড়ে মানুষ হাঁটে

হইও না রঙিন ফানুস, ওহে মানুষ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি