ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সময় গণনা

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ১৫:৩৩, ১২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

তোমাকে মনে পড়ে, সেই যে

চলে গেলে আর ফিরে এলে না

তবুও অপেক্ষা করি, বিদ্বেষ-ক্রোধ

জাগে এক পলকে,

এক পলক হলো চব্বিশ সেকেন্ড

তোমাকে না পাওয়ার যন্ত্রনায়

কেটে যায় প্রদীপ্ত রাত্রিকাল, রাত্রির গায়ে

ঝুলে থাকা জ্বলজ্বল তারায়

বিমুগ্ধ জ্যোৎস্নায় কেটে যায় একটি বিরহ ক্ষণ,

এক ক্ষণ মানে চার মিনিট

তুমি ফিরে এলে না, গেলে

হারিয়ে এক মেঘপুঞ্জে, উড়ে

উড়ে গেলে মহাশূন্যে-স্তব্ধ

হয়ে গেল সব কিছু এক নিমিষে,

এক নিমিষ হলো ষোল মিনিটি

তোমাকে পাব বলে খুঁজিফিরি

দিবানিশি, তোমাকে খুঁজি অতি প্রত্যুষে

খুঁজি আমি আলো-আধাঁরী বেলায়,

দুঃখপূর্ণ স্বপ্নের কথা ভাবি এক দন্ডে

এক দন্ড হলো চব্বিশ মিনিট

পেয়েছি আঘাত, নির্ঘাত মৃত্যু

জেনেও, অবিরাম ছুটে চলেছি

সম্মুখে মৃত্যুদূর্গের দুয়ার

নিশ্চয় আমার মৃত্যু হবে এক মুহূর্তে-

এক মুহূর্ত হলো আটচল্লিশ মিনিট

কত কি ভাবি, কত কি জানি তবুও

অজানা পথে চলি, হাতরিয়ে

হাতরিয়ে পথ খুঁজি পথে, পথের কিনারায়

ঠিকানা খুঁজি আর তোমাকে খুঁজি এক প্রহরে

এক প্রহর হলো তিন ঘন্টা

নিশানা-ঠিকানা খুঁজে পাইনা

অজানা পথের পথিক আমি

যে দিকে যাই অমাবশ্যা পাই

নিভৃত ক্রন্দন ভাসে অষ্টপ্রহরে

অষ্টপ্রহর হলো দিন-রাত

অতঃপর একটি বছর কেটে

যায়, প্রবল আর্তনাদে বলি ৩শো ৬৫দিনে

কী পেয়েছি আমি ? তার পর

কী ঘটল ? ভাবতে ভাবতে চলে

গেল-একযুগ-বারোটি বছর তুমি ছাড়া আমি

আমি ছাড়া তুমি

আমরা দাঁড়িয়ে থাকি চিরকাল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি