২৬ শে মার্চ
প্রকাশিত : ১৯:২৯, ২৫ মার্চ ২০২০

আজ রাতে ভাল ঘুম হলো না
রাতভর গণনায় উঠে আসে বেলা,
পথে-ঘাটে দেখি মানুষের মেলা।
মাকে বলি মাগো, আজ ছাব্বিশের বেলা?
রুক্ষ কণ্ঠে বলে ব্যাটা জানো না!
সেজে দিয়েছি তোর বাবা আর ভাইয়া
এখনো ফিরেনি; আসেনি তারা।
কি ছিল দোষ আর কি বা ছিল অন্যায়
চালাল হত্যাযজ্ঞ নির্মম অত্যাচার?
হাজারো মায়ের বক্ষ শূন্য করে
ডেকে আনলো বেদনার হাহাকার।
দেশে সেদিন কিনা বেঁধেছিল হুলস্থুল
নিরীহ বাঙালির ওপর লাফে পড়ল পাষণ্ড নিষ্ঠুর।
আচমকা কেঁপে তুললো কোমল হৃদয় মানুষের বুক।
আজ হলো সেই রক্তাক্ত ২৬ শে মার্চ দিন নির্ভুল।
বেদনা বিধুর তবু মধুর, ঘরে স্বাধীনতার ফুল।
বাঙালি এমন জাতি পিছু হঠবার নয়
সামনে এগুতে হবে এই যার প্রত্যয়।
অদমিত সব বাঙ্গালি সাহসী সেনা দল
বদ্ধ পরিকর; দেশের তরে জীবন বিলাতে আমরণ।
মোরা বাঙ্গালি মানি না’ক তাদের শাসন
প্রত্যাখান করেছি বচনে বচন।
মাগো, কভু আর ভুল হবে না আমার।
হে উচ্ছ্বাসিত দিবস, তোমায় উপাসিত সালাম।
তুমি অর্জিত সফলতা মোর মার যা হারাবার নয়।
তুমি প্রতিটি বাঙ্গালি মায়ের অন্তরে অনন্ত অক্ষয়।
এমএস/