ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানুষ অন্য রকম

মো. শরিফুল ইসলাম আকন্দ

প্রকাশিত : ২০:১৭, ৮ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

নভেল করোনা ভাইরাস; 
নি:শ্বাস হতে পারে নি:শেষ।

বড়বড় রাষ্ট্র আছে মজুত ভারি ভারি অস্ত্র
নিমিষেই হতে পারে কোন দেশ ধ্বংস,
অদেখা ভাইরাসে সবকিছুই যেন তুচ্ছ।

মৃত্যুর মিছিলে কত জান গেল
সৎকার হবে না কে ভেবেছিল,
অর্থ, বিত্ত,গর্ব, অহংকার সব ফুরিল।
উহানে উৎপত্তি, দোষী চিন না অন্য রাষ্ট্র, বলো?

প্রকৃতির নিয়ামত ক্ষতি সাধন হয়েছে বহুত
গাছপালা, তরুলতা, জীবজন্তুর আরো কত সম্পদ
দূষণে দূষণে জর্জরিত, পৃথিবী কলুষিত, পদে পদে আপদ।
মানুষ আজ মানুষ নয়, মানুষ অন্য রকম,
নরপিচাশ, নরখাদক মারছে মানুষ পাখির মতন।

সিডর, সুনামীতে কেপেঁছিল বিশ্ব ব্রহ্মান্ড
করোনাতে থমকে গেল সব কর্মকান্ড
ঝিকে মেরে বউকে কে যেন শাসাল।
অন্যায়, অসত্য, দেশে দেশে করলে বিরাজ
সবার প্রতি নারাজ অদৃশ্য শক্তি রাজাধিরাজ
জানান আপন শক্তি, দেখান রাগবিরাগ ও কাজ।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি