ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অখণ্ড অবসর

শেখ মোহাম্মদ হাসানূর কবীর

প্রকাশিত : ২০:৩০, ১৮ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

সময়ের এই দারুণ প্রবাহ মাঝে
হঠাৎ থেমে গেছে কোলাহল,
থেমে গেছে সন্ধ্যায় নীড়ে ফেরার ব্যাকুলতা;
নিরন্তর কর্মযজ্ঞ হতে
পৃথিবী দিয়েছে অখণ্ড অবসর।

নিজ গৃহে আমি আজ সন্নদ্ধ সন্ন্যাসী
তবু চাইনা ঘটাতে ব্যত্যয় পৃথিবীর চিরায়ত নিয়মের,
আবার জীবন চলুক জীবনের পথে
আবার গলদ্ঘর্ম হয়ে কাজ শেষে নিকেতনে ফিরি,
আবার আসুক ফিরে কর্ম-কোলাহল
ফসলের মাঠে অপার সম্ভাবনা
জীবন-সংকট বেলা খেয়ালি ঈশ্বর সমীপে আমার
কেবল এটুকু প্রার্থনা।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি