ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানবিক হিংস্রতা

মানিক শিকদার

প্রকাশিত : ২২:১৭, ২২ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

প্রকৃতি তার আপন নিয়মেই চলে
মানুষ সেই নিয়ম বদলাতে চায়,
কখনো সভ্যতার দোহাই দিয়ে
কখনো মানবতার কথা বলে
লোভ আর ভয়ে দিশেহারা হয়ে।

তার দেহে বাস করে, তার খেয়ে
নিদারুণ নিপীড়ন চালায় অবিরত,
বনভূমি পুড়িয়ে দিয়ে, পাহাড় কেটে
নদীতে বাঁধ, প্রকৃতি অবরুদ্ধ করে
অকারণে তার সন্তানদের হত্যায় মেতে
নিজেদের সেরা দাবি করা মানুষগুলো
প্রকৃতির বুকে চালায় মানবিক হিংস্রতা!
প্রতিদিন ধরিত্রী মা ক্ষত-বিক্ষত
তবুও মা মানবসন্তানদের আগলে রাখে
অপরাধ ক্ষমা করে, ভালোবাসে!

লোভী, বেয়াড়াগুলো নিজের স্বার্থে
সভ্যতার ঝাণ্ডা উড়িয়ে মত্ত মানবতায়,
মানবতা! যেখানে শুধু মানুষ থাকবে?
বাকি সব প্রাণী হবে ভোগ্য পণ্য, 
স্বাভাবিক বয়ে চলা ঝরণা, নদী সব
সবকিছুর শাসক হবে শুধু মানুষ!
সব চলতে হবে  মানুষের ইচ্ছায়?

শুধু প্রকৃতি নয়, প্রকৃতির সন্তান নয়
হিংস্র মানুষগুলো, মানুষকেও ছাড়েনি।
হীন উদ্দেশ্যে নিজেদের মত তৈরি করে
তথাকথিত আদর্শ, বিচিত্র সব ঈশ্বর, 
কাঁটাতারের বেড়া, গুলি, লাশের রাজনীতি
দুর্বলদেরও লোভ ভয়ের নেশায় ডুবায় ।

প্রকৃতি মা শুধু দেখে আর দেখে, 
হঠাৎ ছোট্ট একটি দীর্ঘশ্বাস, আহ... 
আর তাতেই ভীতু লোভীগুলোর কি দশা!
কেউ গোমূত্র পান করে, কেউ বাতি জ্বালায়,
গজব, আযাব, গুজব নিয়ে ফের বিতর্ক
কেউ বন্দী, কারো ব্যর্থ ছোটাছুটি,
আরে পাগল আগে বুঝ মা কি চায়?

 

মানিক শিকদার
২২ মার্চ ২০২০, ঢাকা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি