ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদ তুমি ছলনাময়ী

মুক্তার হোসেন

প্রকাশিত : ১৬:২৯, ২ জুলাই ২০২০ | আপডেট: ১৬:৪৯, ২ জুলাই ২০২০

চাঁদ তুমি ছলনাময়ী

কত ভাবুক, কত কবি, কত সাহিত্যিক, 
তোমাকে নিয়ে লিখেছে গল্প কবিতা ছন্দ।
দাওনি ধরা কারও কাছে এসে সুদুর আকাশ থেকে,
দূর থেকে তবুও দিয়েছো সবাইকে অনাবিল আনন্দ। 
মায়ার ধুম্রজালে জড়ানো তুমি সদা রহস্যময়ী,
ওগো চাঁদ, তবে কি তুমি ছলনাময়ী?

সূর্য্যের আলোয় আলোকিত তুমি সবাই সেকথা মানি 
সত্যিই দেখতে অরুপ তুমি সেকথা কেই বা জানি!
তবুও তোমার প্রশংসা সবাই করে নিংশর্তভাবে, 
যুগে যুগে সবাইকে পরিতুষ্ট  করেছো কিভাবে?
মায়ার ধুম্রজালে জড়ানো তুমি সদা রহস্যময়ী,
ওগো চাঁদ, তবে কি তুমি ছলনাময়ী?

তোমার আকর্ষণীয় ক্ষমতায় করো জোয়ার আর ভাটা,
ভরা কাটাল হবে নাকো, যদি না করো সূর্যকে সখা।
নিশি রাতেই শুধু কেন  আসো সবার কাছে?
রবির আলো লুটে নিতেই কি থাকো ছদ্মসাজে?
মায়ার ধুম্রজালে জড়ানো তুমি সদা রহস্যময়ী,
ওগো চাঁদ, তবে কি তুমি ছলনাময়ী?

তোমাকে উপমা বানিয়ে অসীম প্রেমিক, 
জয় করেছে প্রেমিকার মন।
কত অজস্র মানুষ ঘুম হারিয়ে,
তোমাকে নিযে ভেবেছে অনন্তক্ষণ।
মায়ার ধুম্রজালে জড়ানো তুমি সদা রহস্যময়ী,
ওগো চাঁদ, তবে কি তুমি সত্যিই ছলনাময়ী?

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি