ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মায়ের দ্বিতীয় বিয়ে

সালাহউদ্দিন সালমান

প্রকাশিত : ১৫:১৩, ১৬ জুলাই ২০২০

বাল্যকালে পিতৃবিয়োগ হলে
যুবতী মায়ের বিয়ে দিয়ে দেয় নানা পক্ষ
অকালপ্রয়াত পিতার শোক
আর জীবিত অবস্থায় মায়ের দ্বিতীয় বিয়ে!
সন্তান না মায়ের, না মায়ের নবাগত স্বামীর

শোকে পোড়া সে সন্তানের মন জানে, আর জানে অন্তর্যামী
জীবন প্রতিপলে অনুপলে কিভাবে লম্বা হতে হতে
খাটো হয়ে যায় সমাজে, বন্ধুদের আড্ডায়, স্কুলে বাংলায়
এক আদ্যোপান্ত নষ্টালজিয়া সে সন্তানকে কুড়ে কুড়ে খায়!

কবি- সাংবাদিক, ছড়াকার।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি