ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

একযুগ পর এলো সাঈফ ইবনে রফিকের ২য় কাব্যগ্রন্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ২৯ অক্টোবর ২০২০

সাঈফ ইবনে রফিক

সাঈফ ইবনে রফিক

একযুগ পর প্রকাশিত হলো কবি সাঈফ ইবনে রফিকের দ্বিতীয় কবিতার গ্রন্থ 'এখনও লকডাউন হয়নি কবিতা'। তবে এবারের বইটি কাগজে মুদ্রিত নয়। ই-বুক আকারে এটি প্রকাশ করেছে জনপ্রিয় আইটি কোম্পানি রিদমিকের অনলাইন বই প্রকাশনা অ্যাপ বইটই। যার প্রচ্ছদ করেছেন মহিন জয়েস।

২০০৮ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের পর গত এক যুগে তিনি নিয়মিতভাবেই লিখে গেছেন কবিতা এবং চিন্তাশীল গদ্য। এরপরও তার প্রকাশিত বইয়ের সংখ্যা কম। এ বিষয়ে কবি সাঈফ ইবনে রফিক বলেন, 'আমি বাজারবিমুখ কবি। আমি বিশ্বাস করি, বাজার ব্যবস্থাপনার কূটচালে সাহিত্যের সততাবোধ ক্ষতিগ্রস্ত হয়। বইয়ের বিকল্প বাজার গড়ে না ওঠা পর্যন্ত বাজারি প্রকাশনায় আমার আগ্রহ নেই।'

তবে নতুন এ বইয়ের বিষয়ে তিনি বলেন, 'করোনাভাইরাসের বিরূপ সময়টাকে ধরে রাখার একটা চেষ্টা আছে কবিতাগুলোতে। জাগতিক বোধের বাইরে যে মহাজাগতিক বিস্ময়, তা তুলে আনার চেষ্টাও করেছি।'

এদিকে, বইটির দাম ধরা হয়েছে মাত্র ২৯ টাকা, বহির্বিশ্বে যা পাওয়া যাবে ০.৯৯ ডলারে। 

বইটি নিয়ে সাঈফ ইবনে রফিক আরও বলেন, 'হয়তো সমকালীন তাজা বিষয়কে মহাকালিক রূপ দিতে ব্যর্থ হয়েছি, তবে শত-সহস্র বছর পর আরেক মহামারিতে, আরেক লকডাউনে পাঠক হয়তো এই অনুষঙ্গগুলোই খুঁজবে অনলাইন সাম্রাজ্যে। সঠিক অনুসন্ধানে হয়তো আবারও প্রাসঙ্গিক হয়ে উঠবে কবিতাগুলো। তাই একটা শক্তপোক্ত বাজার নেতৃত্ব দেওয়া ডিজিটাল প্লাটফর্মে কবিতাগুলো রেখে দিলাম।'

উল্লেখ্য, বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্রে সাংবাদিকতা করা সাঈফ ইবনে রফিকের প্রথম বই 'রঙঅন্ধ আয়াতসমূহ' প্রকাশিত হয়েছিল ২০০৮ সালে যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনা সংস্থা 'অ্যান্টিভাইরাস পাবলিকেন্স' থেকে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি