আসিফ আশরাফের ৩ কবিতা
প্রকাশিত : ১৭:০২, ৩১ অক্টোবর ২০২০
কেতকী
ঝরে পড়ছে জীবনের সবটুকু নির্যাস
শুকনো মাটির পরে খড়ের গাদায়,
আন্দোলিত নদীর ঢেউয়ে
গলে যাচ্ছে আমার সব অভিমান।
একগুচ্ছ রজনীগন্ধার মতো
সূর্যতারা আর মহাকাল পাড়ি
দেওয়া রহস্য মানবজনম,
সৌরালোকে পাতি পাতি কোন এক
উপগ্রহের মতো
খুঁজে বেড়ায় তোমাকে।
জ্যোৎস্না হারানো চন্দ্রালোকের মতো
উত্তাল সাগরে দূরন্ত মাঝির,
সাবলীল হাতের স্পর্শে তোমাকে
বিস্মিত করেছে কি কেতকী?
স্পর্শ
অবশেষে-
আমি তোমাকে স্পর্শ দিলাম
গোলাপ কিংবা পলাশের অথবা
রক্তজবা করবীর ঘ্রাণ।
দামি পালঙ্কের সুনরোম বালিশে
আয়েশে বিছানো দেহ থেকে
উঠে এসো মায়াবী রাজকন্যা।
মাটির সোঁদা গন্ধে ভেজানো
শ্যামলীমায় শ্যাওলা বিছানো
প্রদীপ্ত পাদপিঠ আমার বাংলায়।
ঢেউ
তুলেছো ঢেউ নিস্তরঙ্গ পুকুরে
দেখেনি কেউ ভাদ্রের দুপুরে,
হেসেছো একাকী কী কথা ভেবে
জানবে না কেউ-রবে সে নীরবে।
দুলিয়ে বুক নেমেছো অতলে
ভেসে ওঠা ফুল রয়েছে যে জলে,
হেসেছে ঠোঁট কি কথা বলে
রয়েছে অজানা যেনো কোনো ছলে।
করেছো কী যাদু জানি না এ মনে
পড়ো মনে শুধু আমার স্মরণে,
বেসেছি তোমাকে কেনো এতো ভালো
জানিনা কোথায় পেলে এতো আলো।
পোড়াতে হৃদয় শুধু ধূপ জ্বালো
মেঘে মেঘে সব জ্যোৎস্না লুকালো।
আরকে//