ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

প্রথম উপন্যাসেই বুকার জয় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২০ নভেম্বর ২০২০

ব্রিটিশ সাহিত্যিক ডগলাস স্টুয়ার্ট তার লেখা প্রথম প্রকাশিত উপন্যাস ‘শুগি বেইন’ এর জন্য ২০২০ সালের বুকার প্রাইজ পেলেন। উপন্যাসটি মূলত কিশোর শুগিকে উপজীব্য করে লেখা। বইটি তিনি তার নিজের মাকে উৎসর্গ করেছেন।

উপন্যাসে আশির দশকে গ্লাসগো শহরের শ্রমিক শ্রেণির কঠোর জীবন আলেখ্যর অনবদ্য ভাষ্য ফুটিয়ে তুলতে সফল হয়েছেন স্টুয়ার্ট। যদিও উপন্যাসের কেন্দ্রে রয়েছে সংগ্রামী এক পরিবারের বেঁচে থাকার লড়াই এবং জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত বাবা-মায়ের প্রতি সন্তানদের অকুণ্ঠ ভালোবাসার মর্মস্পর্শী উপাখ্যান।

শুগি বেইন ছাড়াও এবারের বুকার প্রাইজের জন্য মনোনীত বইগুলির মধ্যে ছিল- অবনী দোশির ‘বার্নট সুগার’, ডায়ান কুকের ‘দ্য নিউ উইল্ডারলনেস’, সিৎসি ডাংগারেম্বার ‘দ্য মোর্নেবল বডি’, মাজা মেনজিসতের ‘দ্য শ্যাডো কিং’ এবং ব্র্যান্ডন টেলরের ‘রিয়েল লাইফ’।

এ বছরের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক বুকারজয়ী কাজুও ইশিগুরো, মার্গারেট অ্যাটউড ও বার্নাডিন এভারিস্তো।

পুরস্কারের বিচারকমণ্ডলীতে অন্তর্ভুক্ত ছিলেন সাহিত্যিক লি চাইল্ড, সমীর রহিম, লেখক লেম সিসে এবং অনুবাদক এমিলি উইলসন। তার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সম্পাদক ও সাহিত্য সমালোচক মার্গারেট বাসবি।

১৯৬৯ সাল থেকে প্রতিবছর সাহিত্যে ‘ম্যান বুকার’ পুরস্কার দেয় যুক্তরাজ্য। সাহিত্য জগতের মর্যাদাপূর্ণ পুরস্কার এটি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি