ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ কবি, কথাসাহিত্যিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ২৩ জানুয়ারি ২০২২

কবি আসাদ মান্নান, বিমল গুহ, প্রয়াত রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো, পান্না কায়সারহ ১১ জন কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, গবেষক এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ‘কবিতা’ শাখায় পুরস্কৃত হচ্ছেন কবি আসাদ মান্নান ও বিমল গুহ। কথাসাহিত্যে ঝর্ণা রহমান ও বিশ্বজিৎ চৌধুরী; প্রবন্ধ-গবেষণায় হোসেনউদ্দীন হোসেন; অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

এছাড়া নাটকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন সাধনা আহমেদ; শিশুসাহিত্যে রফিকুর রশীদ; মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ; বিজ্ঞান-কল্পবিজ্ঞানে শুভাগত চৌধুরী, আত্মজীবনী-স্মৃতিকথা-ভ্রমণকাহিনীতে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো; ফোকলোরে আমিনুর রহমান সুলতান।

অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি