ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’ বাজারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২৯ জুলাই ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর মিশরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আরিশির লেখা একটি মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অফ আ ফাদার, এ ডটার অ্যান্ড আ হলি বন্ড’ বাংলাদেশের বাজারে এসেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবারর (২৮ জুলাই) খ্যাতনামা প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ এটি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অফ আ ফাদার, আ ডটার অ্যান্ড আ হলি বন্ড’ উপন্যাসে মহাকাব্যিক স্বাদ রয়েছে। উপন্যাসে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, উপন্যাসের চরিত্র শেখ হাসিনার মা তাকে বিভিন্ন ধরনের বই সরবরাহ করেছিলেন। সেই পরিস্থিতি ব্যাখ্যা করার পর লেখক একটি বিশুদ্ধ রসবোধ সঞ্চার করেন। যেমন- বাড়িতে রান্না করা খাবারের চেয়ে বন্দির (বঙ্গবন্ধু) কাছে বই ছিল বেশি পছন্দনীয়।

বইটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে মোহসেন আরিশি শুক্রবার (২৯ জুলাই) বাংলাদেশে পৌঁছানোর কথা  রয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি