ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলছে নন ফিকশন বই মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ২৬ ডিসেম্বর ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা যৌথভাবে ষষ্ঠ বারের মতো আয়োজন করেছে নন-ফিকশন বইমেলা। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে তিনদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলার প্রথম দিনে পাঠক ও শিক্ষার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো।

পাঠক সমাগমে সন্তোষ প্রকাশ করে রকমারি ডট কমের বিক্রেতা খোরশেদ আলম আশিক বলেন, ‘পর্যাপ্ত ক্রেতা আসছে। বই দেখছে। অনেকেই কিনছে। কেউবা আগামীকাল আসবে বলে জানাচ্ছে।’

জাগৃতি প্রকাশনীর বিক্রেতা মো. হাসান বলেন, যেকোনো বইমেলার প্রথম দিন বেচাকেনা একটু কম হয়। এদিন পাঠকরা বই পছন্দ করেন। পরের দিনগুলোতে বই কিনতে আসেন।

মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল হাসান বলেন, এ ধরনের বইমেলার আয়োজন খুবই চমৎকার। দেশের প্রথম সারির প্রকাশনা সংস্থার চমৎকার সব বই এসেছে। ইতিহাসের বইগুলো জাতীয় মানস গঠনে সহায়তা করবে।

মঞ্জুর হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমি বই কিনেছি। অনেক ভালো মানের বই এসেছে। রাজনীতি, অর্থনীতি, দর্শনসহ বিভিন্ন ধরনের বই এসেছে। যারা উচ্চমার্গীয় পাঠক তারা নন-ফিকশন বই মেলায় আসবেন।’

তিন বন্ধুকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে এসেছিলেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী জান্নাতুন নুর ঐশী। বই কেনার পরিকল্পনা না থাকলেও মেলায় ঢুকে পছন্দের বই দেখে লোভ সামলাতে পারেননি। কিনেছেন বেশকিছু বই। তিনি বলেন, ‘অনেক বই পছন্দ হয়েছিল, কিন্তু প্রস্তুতি না থাকায় কিনতে পারিনি।’

নন-ফিকশন বইমেলার বিষয়ে তিনি বলেন, ‘আমরা যারা বিভিন্ন ডিসিপ্লিনে পড়াশোনা করি, তাদের জন্য বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের সুযোগ সৃষ্টি হয়েছে এ মেলার মাধ্যমে। তাই বিভিন্ন ক্যাম্পাসে এ ধরনের আয়োজন করলে আমাদের জানার পরিধি বৃদ্ধি পাবে।’

আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা প্রাঙ্গণ। এ বছর সর্বমোট ৩৯ প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিয়েছে। এগুলো হলো কোয়ান্টাম প্রকাশন, আদর্শ, জাতীয় সাহিত্য প্রকাশ, অনিন্দ্য প্রকাশ, আলোঘর, অবসর প্রকাশনা সংস্থা, এএইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউজ, অ্যাডর্ন পাবলিকেশন, সংহতি প্রকাশন, শ্রাবণ প্রকাশনী, বাংলা একাডেমি, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, বাতিঘর, অন্যপ্রকাশ, সময় প্রকাশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, আগামী প্রকাশনী, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, পাঠক সমাবেশ, ঐতিহ্য, নালন্দা প্রকাশনী, দিব্যপ্রকাশ, তাম্রলিপি, রকমারি, জাগৃতি প্রকাশনী, অনুপম প্রকাশনী, মাওলা ব্রাদার্স, অনন্যা, কথাপ্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, কাকলী প্রকাশনী, সাহিত্য প্রকাশ, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি, স্বরে অ, ডেইলি স্টার বুকস, বেঙ্গল পাবলিকেশন্স, ভাষাচিত্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট। মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি