ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

 বইমেলায় ‘ডিজিটাল চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফি’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

ডিজিটাল প্রযুক্তির সহজলভ্যতার ফলে ক্যামেরা এখন কলমের মতো সহজলভ্য। এ প্রসঙ্গে লেখা এবং গবেষণা হয়েছে বিস্তর। রয়েছে প্রচুর বই, জার্নাল ও আর্টিকেল। তবে বেশিরভাগ ইংরেজি ভাষায় লেখা। চলচ্চিত্র এখন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে চলচ্চিত্রের বিষয় হিসেবে সিনেমাটোগ্রাফি এবং ভিডিয়োগ্রাফি অন্তর্ভুক্ত হয়েছে। 
    
ডিজিটাল চলচ্চিত্রের প্রতি আগ্রহী শিক্ষার্থীদের কাছে এ বিষয়ে বাংলা ভাষায় রচিত বইয়ের চাহিদা ব্যাপক। ফটোগ্রাফি অথবা সনাতন পদ্ধতিগত সিনেমাটোগ্রাফি বিষয়ে কিছু বই বাজারে পাওয়া গেলেও ডিজিটাল চলচ্চিত্র, বিশেষ করে ‘ডিজিটাল সিনেমাটোগ্রাফি’বিষয়ে বাংলা ভাষায় উল্লেখযোগ্য কোনো রচনা নেই বললেই চলে। তাগিদজনিত এই দায়বোধ থেকেই চলচ্চিত্রের শিক্ষক হিসেবে লেখক ফেরদৌস আলম সিদ্দিকী রচনা করছেনে ডিজিটাল মিডিয়া, ইলেকট্রনিক জার্নালিজম কর্মীদের কার্যক্রম সহায়ক ‘ডিজিটাল চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফি’ গ্রন্থ ।

বইটির বিভিন্ন অধ্যায়ে আলোকপাত হয়েছে চলচ্চিত্র আবিষ্কারে সূচনা লগ্নের ইতিহাস, সিনেমাটোগ্রাফারের দায়-দায়িত্ব এবং তাঁর গুণাবলি, ডিজিটাল ভিডিও-এর মৌলিক দিকসমূহ, ডিসিআই, ডিসিপি, ডি এবং ই সিনেমা প্রসঙ্গ, ডিজিটাল ভিডিয়ো ক্যামেরার ধরন, কার্যপ্রণালি এবং বিভিন্ন উপাদান যেমন ইমেজ সেন্সর এবং শাটার বিষয়ে বিশদ ধারণা,এক্সপোজার নিয়ন্ত্রণের নিয়ামকসমূহ, আলোক সংবেদনশীলতা এবং এক্সপোজার নির্ধারণে সহায়ক টুলস, লেন্স ও এর কারিগরি দিকসমূহ, বেসিক ক্যামেরা শটস এবং চলচ্চিত্র নির্মাণের কিছু রীতিনীতিসহ নানাবিদ বিষয়। 
     
‘ডিজিটাল চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফি’ র্শীষক বইটি একুশে বইমলোয় ভাষাচিত্রের ৩২ নম্বর প্যাভলিয়িন ছাড়াও ভাষাচিত্র (BHASHACHITRA) ফেসবুক পেজ-এর ইনবক্সের মাধ্যমে এবং রকমারি ডট কম-এ অর্ডারের মাধ্যমে সংগ্রহ করা যাবে।  

উল্লখ্যে, বইটির লেখক ফেরদৌস আলম সিদ্দিকী। শিক্ষকতা করছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে। পাঠদানের বিষয় ভিডিয়োগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ডিজিটাল মিডিয়া, সম্পাদনা এবং ডিজিটাল সিনেমা। ফেরদৌস আলম সিদ্দিকীর বিচরণ ডিজিটাল মিডিয়ার নানা শাখায়। তিনি অসংখ্য প্রামাণ্যচিত্র, টেলিভিশন প্রোডাকশন, কর্পোরেট ভিডিয়োর চিত্রগ্রাহক, সম্পাদক এবং নির্মাতা। সিনেমাটোগ্রাফার হিসেবে নির্মাণ করেছেন বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বর্তমানে তিনি চলচ্চিত্র বিষয়ে উচ্চতর গবেষণারত।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি