ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কথাসাহিত্যিক ড. সেলিনা হোসেনকে বরগুনায় সম্মাননা প্রদান

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

২১শে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক বাংলা একাডেমির চেয়ারম্যান ড. সেলিনা হোসেনকে সম্মাননা প্রদান করেছে বরগুনা জেলা প্রশাসন। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এসময় জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম শিশুদের সাথে নিয়ে ফুল দিয়ে কথাসাহিত্যিক ড. সেলিনা হোসেনকে বরণ করে নেন এবং উত্তরীয় পরিয়ে দেন। এর পরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অতিথিকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়া হয়। 

বরণ করে নেয়ার পর বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কথাসাহিত্যিক বাংলা একাডেমির চেয়ারম্যান সংবর্ধিত অতিথি ড. সেলিনা হোসেন। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবদুস ছালাম, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম এবং সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রশিদ মিয়া। 

সম্মাননা ও আলোচনা অনুষ্ঠান শেষে বরগুনা শিশু একাডেমী ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন। 

বরগুনা জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে কথাসাহিত্যিক  ড. সেলিনা হোসেনকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি