ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

বইমেলায় সিইসি কাজী হাবিবুল আউয়ালের বই ‘বিচার ও প্রশাসন : ভেতর থেকে দেখা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৬:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের লেখা বই ‘বিচার ও প্রশাসন : ভেতর থেকে দেখা’। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবনের পাঠক সমাবেশে বইটির মোড়ক উন্মোচণ করা হয়।

পাঠক সমাবেশ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। ৩৭৮ পৃষ্ঠায় প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৫ টাকা।

মোড়ক উন্মোচণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা।

মোড়ক উন্মোচণ অনুষ্ঠানে সিইসি জানান, ‘তার লেখা ইংরেজি বই ‘ট্রাজেকটরি অব এ জুডিশিয়াল অফিসার’ এর বাংলা সংকলন হচ্ছে ‘বিচার ও প্রশাসন’। 

তিনি বলেন, ‘বাবার ইচ্ছা ছিল উকিল হব, কিন্তু ব্যর্থ হয়েছি। এরপর ব্যবসা করতে গিয়েও ব্যর্থ হলাম। এরপর চাকরিতে ঢুকে গেলাম। এই জীবনের অভিজ্ঞতা আমার বইয়ের প্রতিপাদ্য।’

‘বিচার ও প্রশাসন : ভেতর থেকে দেখা’ বইটিতে কাজী হাবিবুল আউয়াল তার দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনের বিভিন্ন পর্যায়কে নানা আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। একই সঙ্গে বইটিতে তিনি রাষ্ট্রের বিচার ব্যবস্থা, প্রশাসন, রাজনীতি, সমাজ, নীতি-দুর্নীতিসহ নানা বিষয়ে নতুন প্রজন্মের পাঠকদের জন্য বস্তুনিষ্ঠ ধারণা তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘জনপ্রশাসনে আমরা কীভাবে কাজ করি, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারি। বইতে তার বিশদ লেখা আছে।’

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা বলেন, ‘সমাজ পরিবর্তনে জন্য সবার আগে দরকার সততা। কাজী হাবিবুল আউয়াল যে পরীক্ষা (দ্বাদশ জাতীয় নির্বাচন) দিয়েছেন তাতে তিনি সফলভাবে পাশ করেছেন। কোনো চিন্তা না করে সততা ও সাহসের সঙ্গে কাজ তিনি করেছেন।’
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি