ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় কলম একাডেমি লন্ডনের গুণীজন সম্মাননা ও মোড়ক উন্মোচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

'অক্ষরে অমরতা' শ্লোগানের পতাকাবাহী সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন 'কলম একাডেমি লন্ডন' উদ্যোগে একুশে বই মেলায় 'অক্ষরে অমরতা' স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়। গতকাল ২৬ ফেব্রুয়ারী বিকেল ৪টায় একুশে বই মেলায় মোড়ক উম্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাব্যমনি করুণা আচার্য সভাপতিত্ব করেন। ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিশু সাহিত্যিক শিবুকান্তি দাশ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডন এর কেন্দ্রীয় উপদেষ্টা একুশে সম্মাননা প্রাপ্ত অধ্যাপক কবি কাজল মালেককে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও উত্তরীয় প্রদান করা হয়। 

এসময় ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি কবি ও গবেষক রায়হান নাসরিন, সহ-সভাপতি কবি নাসিমা বানু, কবি মাহমুদা সুলতানা, কবি বিমল সাহা,, কবি রিয়াদুল হক, কবি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, কবি কায়েদে আজম, কবি ও সাংবাদিক আশরাফ সরকার, কবি শাহী সবুর, কবি আশরাফ মির্জা, শিল্পী মিতুন আচার্য, কবি ও শিল্পী মারুফা আক্তার, সোহেলী আক্তার, নারায়ণ দে, কবি সৈয়দ আশরাফুল হোসেন, আঃ রউফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি