ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এতিমদের জন্য হুমায়ূন আহমেদের প্রিয় খাবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ১৯ জুলাই ২০১৮

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০১২ সালের এই দিনে তিনি চলে যান অনেককে কাঁদিয়ে। বরাবরের মতো এবারও হুমায়ূন আহমেদের সবচেয়ে প্রিয় স্থান ঢাকার অদূরে গাজীপুর নুহাশ পল্লীতে কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রায় একই আয়োজন করা হয় তার জন্মস্থান নেত্রকোনায় প্রতিষ্ঠিত স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’-এ।

হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন বলেন, ‘৬ বছর হতে চললো প্রিয় হুমায়ূন আহমেদ নেই। তার চলে যাওয়ার পর এমন একটি দিনও যায়নি যেদিন আপনি, আমি কোনও না কোনওভাবে এই মানুষটাকে স্মরণ করিনি। তার বিদায়ের দিন উপলক্ষে এবারও নূহাশপল্লীতে আমরা কোরানখানি এবং দোয়া মাহফিলের আয়োজন করছি। এতিমদের জন্য নুহাস পল্লীতে হুমায়ূন আহমেদের প্রিয় খাবার দেওয়া হবে বলে জানানো হয়।


এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি