ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শিশুসাহিত্য সারথির পাঠ উম্মোচন আড্ডা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ২৮ জুলাই ২০১৯

শিশুসাহিত্যের উৎকর্ষধর্মী সাময়িকী ‘শিশুসাহিত্য সারথি’র ২য় বর্ষ, ২য় সংখ্যার প্রকাশ ও পাঠ  উম্মোচন এবং আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে দৈনিক পূর্বকোনের ঢাকা ব্যুারো অফিসে এই আড্ডা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা লেখক সিরু বাঙালি। 

বাচিকশিল্পীও শিশুসাহিত্যিক মনিরু্জ্জামান পলাশের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, সারথি সম্পাদক খ্যাতিমান শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া। শিশুসাহিত্যের নানা বিষযে খোলামেলা কথা বলেছেন লেখকরা।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খ্যাতিমান লেখক নিসর্গপ্রেমী কবি বিপ্রদাশ বড়ুয়া,আমেরিকা প্রবাসি লেখক ছড়াটে’ সম্পাদক খালেদ সরফুদ্দীন, সুইডেন প্রবাসি লেখক গবেষক আনিসুর রহমান, খালেক বিন জয়েনউদ্দিন, প্রত্নতত্ব গবেষক লেখক খন্দকার মাহমুদুল হাসান, আহমেদ জসিম, কিশোর সম্পাদক আশরাফুল্ আলম পিন্টু, খন্দকার মাহমুদুল হাসান, গল্পকার শরীফ খান, খ্যাতিমান শিশুসাহিত্যিক রহীম শাহ, সিরাজুল ফরিদ, হাসনাত আমজাদ, হুমায়ূন করীর ঢালী,স.ম.শামসুল আলম, চন্দন কৃষ্ণ পাল,রমজান মাহমুদ,মালেক মাহমুদ, আশিক মুস্তাফা, মোশতাক রায়হান, শিবুকান্তি দাশ,মুরাদ চৌধুরী,আতিউর রহমান, মিশকাত রাসেল, আবুল বাশার,নুরসাদ আদি হামজা।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি