ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বৃক্ষমানব সমাচার

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ১৪:৪৪, ২৩ অক্টোবর ২০১৯

হে বৃক্ষ, প্রাচীন বৃক্ষ, তুমি এভাবে কতকাল দাঁড়িয়ে আছো ?

অসংখ্য কাঠুরের কুঠারের আঘাত কতকাল সহ্য করেছো ?

বৃক্ষৃ নিরুত্তর

বৃক্ষ বোবা

বৃক্ষ নিরব

বৃক্ষ তন্ময়

বৃক্ষ সরব

বৃক্ষৃ নিজেই জানে না কতকাল তাকে আঘাত করেছে কাঠুরে !

প্রশ্নবানে ব্ক্ষৃ জর্জরিত

বৃক্ষ দুঃখ-বেদনায় মূমুর্ষূ

রুক্ষ ও কঠিন স্বরে বলল,

সে নিজেকে চেনে, নিজেকে জানে

ঈশ্বর নাকি তাকে ভালোবাসে

বৃক্ষ কান্নাজড়িত কণ্ঠে বলল,

মানুষেই তাকে আঘাত করেছে

কাঠুরে মানুষ

কুৎসিততম মানুষ

বৃক্ষটি ঘড়ঘড় শব্দ করতে লাগলেন

বৃক্ষটি পুনরায় পাতাপল্লবে সজীব হলো

বৃক্ষটি বিদ্রুপ করে বলল,

আমি নিপীড়িত ছিলাম

আমি নির্যাতিত ছিলাম

অতঃপর বৃক্ষ খুঁজছে মানুষ, একজন ভালো কাঠুরে

কাঠুরে সবাই নয়, কাঠুরেরাও মানুষ

বৃক্ষ কী মানুষ, মানুষের ভেতর ঈশ্বর থাকে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি